close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশে ইয়ুথ নেতৃত্ব বিকাশে প্রশিক্ষণ সম্পন্ন..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
১৭-১৯ মে ২০২৫ খুলনার রূপসা বিআরডিবি সভাকক্ষে ইয়ুথ নেতৃত্ব বিকাশ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:

সংঘাত নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই,এই শ্লোগানকে সামনে রেখে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আয়োজন ১৭-১৯  মে ২০২৫ খুলনার রূপসা বিআরডিবি সভাকক্ষে ৩দিন ব্যপি তরুণ নেতৃত্ব বিকাশ বিষয় প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

প্রশিক্ষণে সহিংসতা মুক্ত বাংলাদেশ গড়ার ভূমিকা রাখার অঙ্গীকার করলেন রুপসার ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ। প্রশিক্ষণের উদ্বোধন করেন পিএফজি সদস্য মধুসোধন সেন ।

প্রশিক্ষণে ফ্যাসিলিটেটর হিসাবে ছিলেন দি-সদস্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এস.এম রাজু জবেদ ও তনুজা কামাল। যুব সম্প্রদায়কে সম্পৃক্ত করে একটি উদার,অসস্প্রদায়িক,বহুত্ববাদী সহনশীল, মুক্ত মানিবক সমাজ ও রাষ্ট্র বিনির্মানের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা প্রতিরোধ, শান্তি স্থাপন ও সহিংসতা নিরসনে, জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলে সহাবস্থান নিশ্চিতকরণ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি নির্মাণ এবং সম্মিলিত উদ্যোগে সামাজিক সমস্যা নিরসনের প্রচেষ্টাকে উৎসাহিত করার প্রক্রিয়ায় রুপসা সদরের ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজ)’র সক্ষমতা বৃদ্ধির লক্ষে ৩ দিনের প্রশিক্ষণে যে সকল বিষয়সমূহ আলোচনা করা হয় তার মধ্যে পরিচয়, সংস্কৃতি,অনুমানের ক্ষমতা, নাগরিকত্ব, কমিনিটি ও কাঠামো ব্যবস্থা গণতন্ত্র, দ্বন্ধ, সহিংসতা ও শান্তি, নেতৃত্ব, সংলাপ, যোগাযোগ ও শ্রবণ, সমেবত প্রত্যাশা কেমন বাংলাদেশ চাই, কমিনিটর সম্পৃক্ততা, সামাজিক উদ্যোগ পরিকল্পনা ও সেফ গার্ডিনিং।

প্রশিক্ষণ সমাপনী দিনে  অংশগ্রহণকারীরা রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার এবং শান্তি- সম্প্রীতি প্রতিষ্ঠায় বিভিন্ন সামাজিক কর্মপরিকল্পনা গ্রহণ করেন। প্রশিক্ষণে মোট ১৬ জন ইয়ুথ অংশগ্রহণ করেন।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator