close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

হাজারীবাগে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তরুন অটোরিকশাচালক নিহত

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মাসুদ মিয়া জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
রাজধানীর হাজারীবাগে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক তরুন অটোরিকশাচালক নিহত হয়েছেন বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি, তবে তাঁর বয়স আনুমানিক ২০ বছর। আজ মঙ্গলবার ভোরে হাজারীবাগের শিকদার মেডিকেল কলেজের পাশে এ ঘটনা ঘটে। মো. সুমন নামে এক যুবক, যিনি নিজেকে প্রত্যক্ষদর্শী দাবি করছেন, জানান যে কিছু ছিনতাইকারী একটি ব্যাটারিচালিত অটোরিকশার চালককে হত্যার চেষ্টা করছিল। এ সময় চালক চিৎকার করতে থাকেন। সুমন নিজেও চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসেন এবং ছিনতাইকারীরা পালিয়ে যায়। মো. সুমন আরও জানান, গুরুতর আহত অবস্থায় রিকশাচালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মাসুদ মিয়া জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
Nema komentara