ইনকিলাব মঞ্চের মুখপত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরের মাদারগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করেছে এনসিপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার সকাল ১০টা থেকে মাদারগঞ্জের বালিজুড়ী বাজার চৌরাস্তা মোড়ে এই কর্মসূচি শুরু হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই অবস্থানে আন্দোলনকারীরা প্লেকার্ড, জাতীয় পতাকা এবং হাতে লাঠি নিয়ে অংশগ্রহণ করেন। এ সময় ছাত্র-জনতার অংশগ্রহণে রাজপথ স্লোগানে মুখরিত হয়ে ওঠে। তারা ‘দালালি না রাজপথ-রাজপথ রাজপথ’, ‘আপস না সংগ্রাম-সংগ্রাম সংগ্রাম’ এবং আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেন।
অবস্থান কর্মসূচীতে এনসিপি’র ছাত্র সংগঠনের নেতা রকি রায়হান বলেন, "গত শুক্রবার আওয়ামী সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলি করে আমাদের ভাই শরীফ ওসমান হাদিকে গুরুতর আহত করে। দীর্ঘ এক সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গতকাল বৃহস্পতিবার তিনি শাহাদাত বরণ করেন। হাদী ভাইয়ের হত্যার বিচার না হওয়া পর্যন্ত বাংলার জনগণ আর ঘরে ফিরবে না। এই ছাত্র-জনতা রক্ত দিতে শিখেছে; এক হাদীর রক্ত থেকে লক্ষ হাদী জন্ম নেবে ইনশাআল্লাহ।"
কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপি ও সহযোগী সংগঠনের নেতা মাহবুব রহমান, আরিফ, মোখলেছ, আরহামসহ স্থানীয় ছাত্র-জনতা। দুপুরেও কর্মসূচি চলমান থাকার কথা থাকলেও বিশেষ কারণে পরবর্তীতে তা স্থগিত ঘোষণা করা হয়।
close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
No se encontraron comentarios



















