close

লাইক দিন পয়েন্ট জিতুন!

হাদি হত্যার বিচারে আজ থেকে ‘মার্চ ফর ইনসাফ’, ৭ জানুয়ারির আল্টিমেটাম..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। ২০ ডিসেম্বর ময়নাতদন্ত শেষে তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হয়।..

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আজ শনিবার (৩ জানুয়ারি) থেকে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করবে সংগঠনটি। শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে শাহবাগে এক অবস্থান কর্মসূচি থেকে সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এই ঘোষণা দেন।

আবদুল্লাহ আল জাবের জানান, এই কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের সদস্যরা অন্তর্বর্তীকালীন সরকার, বিভিন্ন রাজনৈতিক দল এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে গিয়ে বিচার নিশ্চিতে সহযোগিতা চাইবেন। তারা আগামী ৭ জানুয়ারির মধ্যে হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনি ও পরিকল্পনাকারীদের চিহ্নিত করে অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের দাবি জানিয়েছেন। অন্যথায় চূড়ান্ত আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। প্রাথমিক চিকিৎসা ও সার্জারির পর ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। ২০ ডিসেম্বর ময়নাতদন্ত শেষে তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হয়।

শুক্রবার জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নিয়েছিলেন, যেখান থেকে এই নতুন কর্মসূচির ঘোষণা আসে।

Ingen kommentarer fundet


News Card Generator