করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক ব্যক্তি হলেন পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সেক্রেটারি আব্দুল জলিল।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু পারাপারের সময় তাকে হাতেনাতে আটক করা হয়।
স্থানীয়দের অভিযোগ, আব্দুল জলিল দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় গরু চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন। এ বিষয়ে এলাকায় আগে থেকেই নানা আলোচনা ও অভিযোগ চলছিল।
আটকের পর বিজিবি তাকে পাটগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।



















