close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

গরমে বেঁকে যায় রেললাইন, চালকের সতর্কতায় রক্ষা পেল পাহাড়িকা এক্সপ্রেস..

Abdul Aziz avatar   
Abdul Aziz
ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা: সৈয়দবাড়ি এলাকায় গরমে বেঁকে যায় রেললাইন, চালকের সতর্কতায় রক্ষা পেল পাহাড়িকা এক্সপ্রেস..

বিস্তারিত:

আজ কিছুক্ষণ আগে প্রচণ্ড গরমের প্রভাবে সিলেটের লংলা ও কুলাউড়া রেলস্টেশনের মাঝামাঝি সৈয়দবাড়ি এলাকায় রেললাইন হঠাৎ বিকৃত হয়ে যায়। গরমের তীব্রতায় রেললাইন বেঁকে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।

 

তবে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের চালক দুরদর্শিতার পরিচয় দেন। তিনি দূর থেকেই রেললাইনের অস্বাভাবিকতা লক্ষ্য করে দ্রুত ব্রেক কষেন, ফলে ট্রেনটি থেমে যায় এবং শত শত যাত্রী এক ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পান।

 

এই ঘটনার পরপরই রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেছে। গরমের কারণে রেলপথে এমন ঘটনা যেন আর না ঘটে, সে বিষয়ে সতর্কতা ও পর্যবেক্ষণ জোরদার করার আহ্বান জানানো

হয়েছে।

 

Không có bình luận nào được tìm thấy


News Card Generator