গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগে বাবা ও ছেলে আটক

Juwel Hossain avatar   
Juwel Hossain
****

নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের সলঙ্গায় গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগে বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে সলঙ্গা থানার চরিয়াকান্দি পাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন, চরিয়াকান্দি পাড়া গ্রামের জোদু ফকিরের ছেলে জোমসের ফকির (৬৫) ও তার ছেলে আনারুল ইসলাম মুক্তা ফকির (৩৫)।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, 'ধর্ষণের শিকার ঐ নারী দীর্ঘ পাঁচবছর যাবৎ তাদের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করে আসছিলেন। বাবা ও ছেলের ধর্ষণে মেয়েটি দুই মাসের গর্ভবতী হয়। পরে এ ঘটনায় নির্যাতিত মেয়েটির মায়ের পৃথক দুটি ধর্ষণের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকালে বাবা-ছেলে দুজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।'

No comments found


News Card Generator