গর্ভবতী নারীকে চিকিৎসা সহায়তা দিয়ে প্রশংসায় ভাসছে কোস্টগার্ড..

ম.ম.রবি ডাকুয়া avatar   
ম.ম.রবি ডাকুয়া
মোংলা প্রতিনিধিঃ

সাম্প্রতিক বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে নদীতে বিপদসংকুল পরিস্থিতি তৈরি হয়েছে। ওইসময় নিরাপত্তার স্বার্থে উপকূলীয় ও অভ্যন্তরীণ নৌপথে সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জার..

এমতাবস্থায়, বৃহস্পতিবার (২৯ মে) বিকাল ৪ টা ৪০ মিনিটে মোংলার পশুর নদের মোংলার অপর প্রান্তে দাকোপ কালাবগি গ্রামের গর্ভবতী নারী শরীফা বেগম (২৮) এর প্রসবব্যথা শুরু হয় এবং তাকে জরুরি ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দাকোপ-এ স্থানান্তরের প্রয়োজন দেখা দেয়।

এদিকে, তখন চলছিলো ভারী বৃষ্টি এবং নদীতে বাড়ছিলো পানি। ওই পরিস্থিতিতে শরীফার পরিবারের সদস্যরা কোস্ট গার্ড স্টেশন নলিয়ানকে উক্ত বিষয়টি জানায়। পরিস্থিতি বিবেচনায় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে, স্টেশন কমান্ডারের নির্দেশে তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ড একটি বোট প্রস্তুত করে এবং উক্ত নারীকে দাকোপের কালাবগি হতে নদী পথে চালনা ঘাট পর্যন্ত পৌঁছে নিরাপদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর সম্ভব হয়।

পরবর্তীতে শরীফা বেগম একটি পুত্র সন্তানের জন্ম দেয়, মা ও নবজাতক উভয়েই এখন সুস্থ রয়েছে। 

শুক্রবার (৩০ মে) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন অর- রশিদ এ তথ্য নিশ্চিত করে জানান, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মানবতার সেবায় বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। উল্লেখিত ঘটনাটি তারই অন্যতম একটি উদাহরণ। জনগণের সেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত ছিল এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

 

Inga kommentarer hittades


News Card Generator