গোপালগঞ্জের তিন সংসদীয় আসনে ২৮ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ..

Md Mamun Molla avatar   
Md Mamun Molla
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : মোঃ মামুন মোল্লা

গোপালগঞ্জের তিন সংসদীয় আসনে ২৮ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : মোঃ মামুন মোল্লা
গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনের মোট ২৮ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টা থেকে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেওয়া হয়।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান প্রতীক বরাদ্দ কার্যক্রম পরিচালনা করেন।
প্রথমে গোপালগঞ্জ-০১ (মুকসুদপুর–কাশিয়ানী আংশিক) সংসদীয় আসন-২১৫-এর ৮ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এ আসনে বিএনপির মো. সেলিমুজ্জামান মোল্লা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহাম্মদ আবদুল হামিদ মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ মিজানুর রহমান, জাতীয় পার্টির সুলতান জামান খান এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নীরদ বরন মজুমদার নিজ নিজ দলীয় প্রতীক পান।
স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে এম. আনিসুল ইসলাম (ঘোড়া), আশরাফুল আলম (ফুটবল) ও মো. কাইউম আলী খান (কলস) প্রতীক বরাদ্দ পান।
এরপর গোপালগঞ্জ-০২ (গোপালগঞ্জ সদর–কাশিয়ানী আংশিক) সংসদীয় আসন-২১৬-এর ১২ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এ আসনে বিএনপির কে. এম. বাবর, বাংলাদেশ খেলাফত মজলিসের শুয়াইব ইবরাহীম, ইসলামী আন্দোলন বাংলাদেশের তসলিম শিকদার, জাকের পার্টির মাহমুদ হাসান, গণঅধিকার পরিষদের দ্বীন ইসলাম, জাতীয় পার্টির রিয়াজ সারোয়ার মোল্যা ও গণফোরামের শাহ মফিজ দলীয় প্রতীক পান।
স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে কামরুজ্জামান ভূঁইয়া (টেলিফোন), এম. এইচ. খান মঞ্জু (হরিণ), মো. সিরাজুল ইসলাম সিরাজ (টেবিল ঘড়ি), রনি মোল্লা (তালা) ও উৎপল বিশ্বাস (ফুটবল) প্রতীক বরাদ্দ পান।
অন্যদিকে গোপালগঞ্জ-০৩ (কোটালীপাড়া–টুঙ্গিপাড়া) সংসদীয় আসন-২১৭-এর ৮ জন প্রার্থীর মধ্যেও প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এ আসনে বিএনপির এস. এম. জিলানী, বাংলাদেশ খেলাফত মজলিসের আব্দুল আজিজ, গণফোরামের দুলাল চন্দ্র বিশ্বাস, গণঅধিকার পরিষদের আবুল বাসার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মারুফ শেখ এবং এনপিপির শেখ সালাউদ্দিন নিজ নিজ দলীয় প্রতীক পান।
স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে মো. হাবিবুর রহমান (ফুটবল) ও গোবিন্দ চন্দ্র প্রামাণিক (ঘোড়া) প্রতীক বরাদ্দ পেয়েছেন।
প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator