close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন আজম কারাগারে

RAFIQUL ISLAM avatar   
RAFIQUL ISLAM
মঙ্গলবার বেলা ১১টার দিকে মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার উদ্দেশ্যে জিএম সাহাবুদ্দিন আজম তার স্ত্রীসহ বেনাপোলে ইমিগ্রেশনে যান। কিন্তু তার পাসপোর্ট লক থাকায় ইমিগ্রেশন পুলিশ খোঁজ নিয়ে জানতে পারেন তিনি হত্যাসহ..

 

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি.এম সাহাবুদ্দিন আজম ও তার স্ত্রীকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

 

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

 

গোপালগঞ্জ আদালত সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে তাদের গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সদর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অনুশ্রী রায়ের আদালতে হাজির করা হয়। সেখানে জিএম সাহাবুদ্দিন আজমকে সেনাবাহিনীর ওপর হামলা ও গাড়ি পোড়ানোর মামলায় গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

 

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার উদ্দেশ্যে জিএম সাহাবুদ্দিন আজম তার স্ত্রীসহ বেনাপোলে ইমিগ্রেশনে যান। কিন্তু তার পাসপোর্ট লক থাকায় ইমিগ্রেশন পুলিশ খোঁজ নিয়ে জানতে পারেন তিনি হত্যাসহ একাধিক মামলার আসামি। পরে তারা বেনাপোল পোর্ট থানায় তাকে হস্তান্তর করে। সেখান থেকে তাকে গোপালগঞ্জ থানা পুলিশ সরাসরি গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে।

Nema komentara


News Card Generator