গোপালগঞ্জে পুকুর থেকে বালু উত্তোলন ও মাটি কেটে নেওয়ার অভিযোগ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
গোপালগঞ্জের উলপুর ইউনিয়নের বাসিন্দা মরহুম দেলোয়ার হোসেন উকিলের ছেলে জাকির হোসেন উকিল গং এর দখলে থাকা পুকুর থেকে বালু উত্তোলন ও মাটি কেটে নেওয়ার অভিযোগে উঠেছে অভিযুক্ত রাসেল মোল্লা..

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, গোপালগঞ্জ সদর উপজেলার ১২নং উলপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা মরহুম দেলোয়ার হোসেন উকিলের ছেলে জাকির হোসেন উকিল গং এর দখলে থাকা পুকুর থেকে রাতের আঁধারে বালু উত্তোলন ও পুকুরপাড়ের মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে একই গ্রামের মহসিন মোল্লার ছেলে রাসেল মোল্লা (৪০) গং এর বিরুদ্ধে।

ভুক্তভোগী জাকির হোসেন উকিলের অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার (১৯ এপ্রিল) সকালে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় গোপালগঞ্জ সদর সাব-রেজিস্ট্রী অফিসের ০৮/১১/৮৯ ইং তারিখের ৪৬২২নং রেজিঃকৃত সাব- কবলা দলিল মূলে জাকির হোসেন উকিল ও অন্য ০৫ জন একত্রে জাকির হোসেন উকিলের বসতবাড়ী সংলগ্ন এস.এ-১১৬৩ খতিয়ানের এস,এ-১৫৩৮ নং দাগের ২০ শতাংশ জমির মালিক এবং সরকারি ভিপি সম্পত্তির 'ক' তালিকার ৭১৩ নং ক্রমিকে ভিপি লীজকেস্-Xll-V-1687/68-69 নং হতে ডিসিআর মূলে পেয়েছেন আরো ২৭ শতাংশ মোট ৪৭শতাংশ জমি বাংলা ১৩৯০ সন হতে দীর্ঘ ৪২ বছর যাবত ভোগ দখল করে আসছিলেন।

গত শুক্রবার (১৮ এপ্রিল '২৫) দিবাগত রাতে পুকুর থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে এবং শনিবার (১৯ এপ্রিল '২৫) ভোরে পুকুরের পশ্চিম পাড়ের মাটি কেটে নিজ বাড়িতে নিয়ে যান রাসেল মোল্লা গং। সকালে ঘুম থেকে উঠে এমন পরিস্থিতি আবিদ হোসেন উকিল (জাকির হোসেন উকিলের ছোট ভাই) মুঠোফোনে জানালে জাকির হোসেন উকিল তৎক্ষণাৎ বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ জানান। তার পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে শান্ত করেন এবং মাটি কাটা বন্ধ করে দেন। স্থানীয় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে ফোন করেন এবং দলিল ও ডিসিআর এর কাগজপত্র দেখে বিষয়টি নিষ্পত্তির জন্য অনুরোধ জানান।

বিষয়টি নিয়ে অভিযুক্ত রাসেল মোল্লার সাথে আমাদের প্রতিনিধির কথা হলে তিনি বলেন আমার বাড়ির পাশের পুকুর, সরকারি জায়গা, আমারও ডিসিআর রয়েছে। আগামীকাল ২০/০৪/২০২৫ রোজ রোববার তহশিলদার এসে জায়গা মেপে দিয়ে যাবে বলেছেন। এজন্য আমি কাজ বন্ধ করে দিয়েছি যার কাগজ আছে সে জমি, পুকুর খাবে আমার কোন অসুবিধা নাই। কিন্তু রাসেল মোল্লা কোন ডিসিআর দেখাতে পারে নাই। অন্যদিকে জাকির হোসেন উকিল গং -এর বাংলা ১৩৯০সন হতে ১৪৩০ সন পর্যন্ত ডিসিআর আপটুডেট আছে।

ভুক্তভোগী জাকির হোসেন উকিল জানান, অভিযুক্ত রাসেল মোল্লা উলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং তার সহযোগী উজ্জ্বল মোল্লা কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নিখিলের চাঁদাবাজির টাকার ক্যাশিয়ার গ্রামে এসে পলাতক আছে। তাদের উপরোক্ত আচরণ, পতিত স্বৈরাচারের সময়ের মতো ফ্যাসিস্ট আচরণ। যাহা সংশ্লিষ্ট কর্তপক্ষ তদন্ত করে আশু আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে প্রত্যাশা করেন।

Không có bình luận nào được tìm thấy