গোপালগঞ্জের কাশিয়ানীতে র্যাবের এক ঝটিকা অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার হয়েছে। শনিবার (২৮ জুন) বিকেলে কাশিয়ানী উপজেলার আলোচিত কালনার মধুমতি সেতুর টোল প্লাজায় র্যাব-৬-এর একটি বিশেষ দল এ অভিযান চালায়। অভিযানে একটি যাত্রীবাহী বাস থেকে ৫ হাজার ৮৫৫ পিস ইয়াবাসহ আটক হন আরিফুল্লাহ (২২) নামে এক মাদক ব্যবসায়ী।
আটক আরিফুল্লাহ কক্সবাজার জেলার রামু উপজেলার দারিয়ারদিঘী মৌলভী পাড়া এলাকার বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে চিহ্নিত মাদক ব্যবসায়ী বলেও জানা গেছে।
র্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল হক সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা নড়াইল এক্সপ্রেস পরিবহনের একটি বাসে অভিযান চালান। বাসটি ঢাকা থেকে যশোরের উদ্দেশ্যে যাচ্ছিল। মধুমতি টোল প্লাজা অতিক্রমের সময় তল্লাশি করে আরিফুল্লাহর ব্যাগ থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি বলেন, “গ্রেফতার হওয়া ব্যক্তি দীর্ঘদিন ধরেই দেশের বিভিন্ন জেলায় মাদক সরবরাহ করে আসছিল। কক্সবাজার থেকে ইয়াবার চালান এনে তা ঢাকা ও আশপাশের জেলায় সরবরাহ করতেন।”
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফুল্লাহ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। তার কাছ থেকে উদ্ধার হওয়া ইয়াবাগুলোর বাজারমূল্য কয়েক লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় স্থানীয় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। টোল প্লাজার আশপাশে থাকা সাধারণ যাত্রীরা এ ধরনের তল্লাশিকে সাধুবাদ জানান। অনেকেই বলেন, “প্রতিনিয়ত এমন অভিযান হলে হয়তো সমাজে মাদকের ভয়াবহতা কিছুটা কমবে।”
আটককৃত আসামিকে বর্তমানে কাশিয়ানী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এদিকে, আইন-শৃঙ্খলা বাহিনীর সূত্র মতে, সম্প্রতি কক্সবাজার থেকে ইয়াবার বড় বড় চালান রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় প্রবেশ করছে। বাস, ট্রাক ও প্রাইভেটকার ব্যবহার করে এসব চালান পাঠানো হচ্ছে। এ অবস্থায় কাশিয়ানীতে এই ধরপাকড়কে বড় সাফল্য হিসেবে দেখছে র্যাব।
র্যাব জানায়, এমন অভিযান অব্যাহত থাকবে এবং ইয়াবা চক্রের মূলহোতাদের ধরতে ইতিমধ্যে গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে।