close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

গোপালগঞ্জে ৬০ ড্রাম ভোজ্যতেলসহ ছিনতাই হওয়া ট্রাক উদ্ধার..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
গোপালগঞ্জের কাশিয়ানী থেকে ৬০ ড্রাম ভোজ্যতেলসহ ছিনতাই হওয়া ট্রাক উদ্ধার করেছে কাশিয়ানী থানা পুলিশ। ট্রাকে থাকা ভোজ্য তেল জব্দ এবং ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

গোপালগঞ্জের কাশিয়ানী থেকে ৬০ ড্রাম ভোজ্যতেলসহ ছিনতাই হওয়া ট্রাক উদ্ধার করেছে কাশিয়ানী থানা পুলিশ। 

মঙ্গলবার (১৩ মে '২৫) মুন্সীগঞ্জ জেলার গজারিয়া এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। 


তবে ট্রাকে থাকা ভোজ্য তেল জব্দ এবং ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। 

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১১ মে পুষ্টি অয়েল কোম্পানীর ৬০ ড্রাম ভোজ্যতেল নিয়ে নারায়ণগঞ্জের রুপগঞ্জ থেকে ট্রাকটি খুলনায় যাচ্ছিল। রাত ১ টার দিকে কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের বরাশুর রুমি ফিস ফিড মিল এলাকায় পৌঁছালে একটি পিকআপ এসে চাপ দেয়। এ সময় ট্রাক থেকে ৮-১০ জনের একটি ডাকাতদল ট্রাক চালক ও হেলপারকে তাদের পিকআপে উঠিয়ে হাত-পা বেঁধে মারধর করে এবং ট্রাকটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। পরে তাদেরকে ফরিদপুরের ভাঙ্গা থানার মালিগ্রাম এলাকায় মহাসড়কের পাশে একটি কলাবাগানের মধ্যে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। পরে ঘটনাটি ট্রাক মালিককে জানালে ট্রাক মালিক ইকবার হোসেন বাদী হয়ে ১২ মে কাশিয়ানী থানায় একটি মামলা করেন। মঙ্গলবার কাশিয়ানী থানা ওসির নির্দেশে উপ- পরিদর্শক (এসআই) নুর আলম মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল মুন্সীগঞ্জের গজারিয়া এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ট্রাকটি উদ্ধার করেন।


পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, ছিনতাই হওয়া ভোজ্য তেল উদ্ধার ও ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

没有找到评论