close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

গোপালগঞ্জ জেলা দলকে শুভেচ্ছা জানালেন জেলা প্রশাসক

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
গোপালগঞ্জ জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় ইয়ং টাইগার্স ক্রিকেট টুর্নামেন্টে গোপালগঞ্জ জেলা দলকে শুভেচ্ছা জানালেন জেলা প্রশাসক..

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ ঢাকা বিভাগীয় (সাউথ) পর্যায়ে গোপালগঞ্জ জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় গোপালগঞ্জ জেলা দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান। 

গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১০ এপ্রিল '২৫) সন্ধ্যায় গোপালগঞ্জ সার্কিট হাউজে জেলা দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক। 

সার্কিট হাউজে এ সময় খেলোয়াড়, কোচিং স্টাফ, ম্যানেজার ও ক্রীড়া কর্মকর্তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। 

তাদেরকে আরো সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার পথে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। 

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: গোলাম কবির এবং জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ।

পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্রিকেট খেলোয়াড়, কোচিং স্টাফ এবং কর্মকর্তাদের সকলকে জার্সি ও ট্রাকস্যুট উপহার হিসেবে তুলে দেন জেলা প্রশাসক সহ আমন্ত্রিত অতিথিগণ। এসময় খেলোয়াড়বৃন্দ তাদের চ্যাম্পিয়ন ট্রফি জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের হাতে তুলে দেন।

Nema komentara