close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের উৎকর্ষতা ও গবেষণায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের উৎকর্ষতা ও গবেষণায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। এই প্রশিক্ষণের আওতায় আগামীকাল মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন বিষয়ে অনুষ্ঠিত হবে..

শেখ আমিনুর হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টার:

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) শিক্ষকদের পাঠদানে উৎকর্ষতা ও গবেষণাকর্মে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। 

সোমবার (০৫ মে'২৫) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নং কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি)।
প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কর্মশালা অনুষ্ঠিত হবে। যা শেষ হবে আগামীকাল মঙ্গলবার।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য কেবল শিক্ষার্থীদের পড়ানো নয়; বরং দেশের জন্য আলোকবর্তিকা হয়ে ওঠা। যা শিক্ষা ও গবেষণায় আলো ছড়াবে। বিশ্ববিদ্যালয় জ্ঞান উৎপাদন ও বিতরণ করবে। যেখানে প্রধান ভূমিকা পালন করবেন শিক্ষকরা। এর জন্য শুধু দেশের গণ্ডিতে চিন্তা করলে চলবে না। বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। তাহলেই শিক্ষক হিসেবে দেশ ও জাতিকে কিছু দেয়া সম্ভব। কাজেই নিজের মেধা ও মননের প্রতি আত্মবিশ্বাস থাকা জরুরি। আমরা যেনো ভুলে না যাই, জাতি গড়ার কারিগর শিক্ষকরা তাদের নৈতিকতার ওপর দায়বদ্ধ। প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউল করিম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।


আইকিউএসি’র পরিচালক ও কর্মশালার মডারেটর মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া জানান, পর্যায়ক্রমে সকল শিক্ষককে এই প্রশিক্ষণের আওতায় আনা হবে।

Aucun commentaire trouvé