close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

গোলাপগঞ্জে শহীদ গৌছ  উদ্দিনের পরিবারের সাথে এনসিপি নেতৃবৃন্দের ঈদ পরবর্তী সৌজন্যে সাক্ষাৎ ও অনুদান প্রদান..

Shojol Ahmed avatar   
Shojol Ahmed
সজল আহমেদ (সিলেট সদর প্রতিনিধি)
সিলেট (গোলাপগঞ্জ) : পবিত্র ঈদ-উল-আযহার তৃতীয় দিনে  সিলেটের গোলাপগঞ্জ উপজেলার জুলাই আন্দোলনে শহীদ হওয়া শহীদ গৌছ  উদ্দিনের পরিবারের সাথে  ঈদ পরবর্তী সৌজন্যে সাক্ষাৎ এ..

ঈদের তৃতীয় দিন  শনিবার ৯ জুন ২০২৫, জুলাই শহীদদের বাড়ি গিয়ে তাদের সাথে দেখা করে তাদের খোঁজ খবর নেন ও তাদের সাথে কিছু সময় অতিবাহিত করেন নেতৃবৃন্দ। জেলা নেতৃবৃন্দের মধ্যে এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি সিলেট জেলার সংগঠকদ নাজিম উদ্দীন শাহান, শেখ জাবেদ আহমদ, খায়রুল ইসলাম চৌধুরী, মুহাম্মদ নুরুল হক, কামরুল হাসান আরিফ এবং বৈষম্য বিরোধী আন্দোলনের আবুল মনসুর চৌধুরী ও মাজহারুল। দলের পক্ষ থেকে সৌজন্যে সাক্ষাৎ এবং অনুদান প্রদান করেন
এনসিপির সিলেট জেলার নেতৃবৃন্দ বলেন; বাংলাদেশের মানুষ আজ শান্তিতে ঈদ পালন করছে, আনন্দ ভাগাভাগি করছে—এই শান্তি ও আনন্দের পেছনে যাদের ত্যাগ রয়েছে, তারাই আমাদের শহীদ। আমরা সেই শহীদদের পরিবারের সঙ্গে আমাদের ঈদের আনন্দ ভাগ করে নিতে চাই। এজন্যই আমাদের ছুটে আসা এবং আমরা সমসময় আমাদের শহীদ পরিবারের পাশে থাকবো ইনশাআল্লাহ।

Hiçbir yorum bulunamadı


News Card Generator