close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

গণঅধিকার পরিষদের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত..

Sifat Asmain avatar   
Sifat Asmain
****

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দিনাজপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বাদ মাগরিব দিনাজপুর গণঅধিকার পরিষদ কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের দিনাজপুর জেলা সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম আযম, সদর উপজেলা সভাপতি শওকত আকবর, সাধারণ সম্পাদক আবু রায়হান হিপ্পু এবং সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলামসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ। এছাড়া জেলার ১০টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং পৌর কমিটির নেতৃবৃন্দও দোয়া মাহফিলে অংশ নেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত, দেশের শান্তি ও কল্যাণ কামনা করা হয়।

Geen reacties gevonden


News Card Generator