close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

গ্লোবাল সুপার লিগের জন্য দল ঘোষণা করলো রংপুর রাইডার্স

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
গ্লোবাল সুপার লিগ (জিএসএল) এর দ্বিতীয় আসর শুরু হচ্ছে আর ঠিক ১ মাস পর। আসন্ন মৌসুমের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স।..

রিশাদ ও শেখ মাহেদি কে ছাড়পত্র না দেওয়ায় রংপুরের ডাগআউটে দেখা যাবে না এই দুই ক্রিকেটারকে। এদিকে টি২০ দলের পরিকল্পনায় না থাকা সৌম্য সরকারকে ছাড়পত্র দিয়েছে বিসিবি। 

অধিনায়কত্বের ভূমিকায় দেখা যাবে নুরুল হাসান সোহান কে। দেশীয় ক্রিকেটাররা হলেন, সৌম্য সরকার, নাইম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কন, কামরুল ইসলাম রাব্বি, সাইফ হাসান, আবু হায়দার রনি, রাকিবুল ইসলাম ও ইয়াসির আলী রাব্বি।

অন্যদিকে বিদেশি ক্রিকেটাররা হলেন, কাইল মেয়ার্স (ওয়েস্ট ইন্ডিজ), তাবরাইজ শামসি (দক্ষিণ আফ্রিকা), ইব্রাহিম জাদরান (আফগানিস্তান), আকিফ জাভেদ (পাকিস্তান), হারমিত সিং (ভারত), খাওয়াজা নাফে ও ইফতেখার আহমেদ (পাকিস্তান)।

গত আসরেএ চ্যাম্পিয়ন দল রংপুর রাইডার্স। প্রথম আসরের মতো এবারও এই টুর্নামেন্টে খেলবে পাঁচ দল। বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের চ্যাম্পিয়নদের নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। অংশগ্রহণ করা দলগুলো হলো : বিগ ব্যাশের চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স, সুপার স্ম্যাশের শিরোপাজয়ী সেন্ট্রাল স্ট্যাগস, আইএলটি-২০ এর চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস, সিপিএলের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

রংপুর রাইডার্সের স্কোয়াড :

নুরুল হাসান সোহান (অধিনায়ক), সৌম্য সরকার, নাইম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কন, কামরুল ইসলাম রাব্বি, সাইফ হাসান, আবু হায়দার রনি, রাকিবুল ইসলাম, ইয়াসির আলী রাব্বি, কাইল মেয়ার্স, তাবরাইজ শামসি, ইব্রাহিম জাদরান, ইফতেখার আহমেদ, আকিফ জাভেদ, হারমিত সিং, খাওয়াজা নাফে।

No se encontraron comentarios


News Card Generator