close

লাইক দিন পয়েন্ট জিতুন!

গলাচিপায় নতুন ইউএনও মাহমুদুল হাসান ।

মুহাম্মাদ রাকিব avatar   
মুহাম্মাদ রাকিব
স্টাফ রিপোর্টার :
প্রকাশিত : ০০:১৭ এএম, ০৫ মে ২০২৫

গলাচিপায় নতুন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান। গত ২৯ এপ্রিল বিভাগীয় কমিশন কার্যালয়ের সংস্থাপন শাখা -০১ এ আদেশ জারি করে বিজ্ঞপ্তি প্রকাশ করে।  বর্তমান উপজেলা নির্বাহী অফিসার, মিজানুর রহমান কে গত ৩০ এপ্রিল ২০২৫ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল হতে আবশ্যিকভাবে অবমুক্ত হয়ে বদলিকৃত কর্মস্থলে যোগদান করার আদেশ রয়েছে। অন্যথায় ৩০ এপ্রিল ২০২৫ তারিখ অপরাহ্ণে তাৎক্ষণিক অবমুক্ত (Stand Released) বলে গণ্য হবেন বলে আদেশ রয়েছে। তার বদলিকৃত কর্মস্থল বরগুনার পাথরঘাটা উপজেলা।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator