গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইমন নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার (২১ ডিসেম্বর) রাতে উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত যুবক উপজেলার বাসিন্দা ইউনূস ফকিরের ছেলে ইমন বলে জানা গেছে। অভিযানকালে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে আটক যুবককে উদ্ধারকৃত ইয়াবাসহ গলাচিপা থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।



















