close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আগামী ৬ থেকে ১১ জানুয়ারি সারা দেশে ‘ঘোষণাপত্র সপ্তাহ’ উদ্যাপন করবে। শনিবার রাজধানীর বাংলামোটরে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
নেতারা জানান, ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ থেকে অন্তর্বর্তী সরকারের কাছে ১৫ জানুয়ারির মধ্যে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশের দাবি জানানো হয়েছিল। কিন্তু চার দিন পার হলেও এ বিষয়ে সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় সমালোচনা করেছেন তাঁরা।
সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি
সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, “আমরা সবাইকে নিয়ে ঘোষণাপত্রের খসড়া তৈরি করেছি এবং সরকারের আহ্বানে তা দেখাতেও প্রস্তুত। কিন্তু এখনো কোনো উদ্যোগ না নেওয়ায় আমরা উদ্বিগ্ন। ঘোষণাপত্র প্রকাশের বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী কঠোর কর্মসূচির ইঙ্গিত দিয়ে বলেন, “আগামী কয়েক দিনের মধ্যে সরকারের উদ্যোগ দেখা না গেলে আমরা দুর্বার আন্দোলনে যাব। আমরা জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে লিফলেট বিতরণ এবং প্রচারণা চালাব।”
সপ্তাহজুড়ে কর্মসূচি
৬ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত দেশের প্রতিটি জেলায় সমাবেশ, লিফলেট বিতরণ ও গণসংযোগ চালানো হবে। জনগণের মতামত গ্রহণ করে ঘোষণাপত্রের প্রতিফলন নিশ্চিত করার লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা জানান, জনগণকে সঙ্গে নিয়ে এই ঘোষণাপত্র বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, সহমুখপাত্র সালেহউদ্দিন সিফাতসহ অনেকে।
সরাসরি অংশ নিন!
এই ঘোষণাপত্রের প্রতি আপনার মতামত দিতে এবং উদ্যোগকে এগিয়ে নিতে নিজেদের অঞ্চলেই আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠন দুটি।
No comments found



















