close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ঘোড়াঘাটে মোবাইল কোর্ট পরিচালনা -অর্থদণ্ড আদায় ৪২০০০ হাজার টাকা..

Emran Prodhan avatar   
Emran Prodhan
ঘোড়াঘাটে মোবাইল কোর্ট পরিচালনা -অর্থদণ্ড আদায় ৪২০০০ হাজার টাকা

ইমরান প্রধান 

ঘোড়াঘাট ( দিনাজপুর) প্রতিনিধিঃ

 

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওসার শেখ এর নেতৃত্বে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে মেডিক্যাল এবং ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এবং মেডিক্যাল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ এর বিভিন্ন ধারায় মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। 

 

মোবাইল কোর্ট পরিচালনাকালে লাইসেন্স না থাকার কারণে ওসমানপুরে অবস্থিত আদর্শ ক্লিনিকের ম্যানেজার মাহবুরকে ৫০০০/ টাকা, ডুগডুগি হাটে এসএ ডায়াগনস্টিকে রোগী দেখা অবস্থায় ভূয়া ডাক্তার কামাল হোসেনকে ৩০০০০/ টাকা, রানীগঞ্জে অবস্থিত লাইসেন্স বিহীন ইসলামী ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজারকে ৫০০০/ টাকা এবং অনিয়ম পরিলক্ষিত হওয়ায় মোস্তাক ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ২০০০/ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়। কমিশনার জানান প্রতিষ্ঠানগুলোকে নিয়মের মধ্যে পরিচালনা করতে হবে। ভবিষ্যতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

 

মোবাইল কোর্ট পরিচালনায় প্রসিকিউশন দিয়ে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডাঃ মোঃ সোলায়মান হোসেন মেহেদী। 

এ সময় ঘোড়াঘাট থানার এসআই মোঃ মামুনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।

Комментариев нет


News Card Generator