ঘন কুয়াশার কারণে প্রায় সাত ঘণ্টা বন্ধ থাকার পর দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
ফেরি বন্ধ ও চালুর সময়সূচি এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা থেকে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় নৌপথের মার্কিং বাতি অস্পষ্ট হয়ে পড়ে। এমতাবস্থায় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। কুয়াশা কেটে যাওয়ার পর সকাল ১০টা থেকে আবার ফেরি চলাচল শুরু হয়।
ভোগান্তি ও স্বস্তি দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটের উভয় পাড়ে পণ্যবাহী ট্রাক ও দূরপাল্লার বাসের দীর্ঘ সারি তৈরি হয়, যার ফলে যাত্রী ও পরিবহন শ্রমিকরা চরম ভোগান্তিতে পড়েন। তবে সকাল থেকে ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় অপেক্ষমাণ যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
মাঝনদীতে আটকা ও নোঙর বিআইডব্লিউটিসি আরিচা এরিয়া অফিস সূত্রে জানা গেছে, কুয়াশার কারণে পাটুরিয়া ঘাটে ৪টি এবং দৌলতদিয়া ঘাটে ৩টি ফেরি নোঙর করে রাখা হয়েছিল। এছাড়া ঘন কুয়াশার কবলে পড়ে যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ পদ্মায় আটকা পড়েছিল রো-রো ফেরি কেরামত আলী ও বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর।



















