close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ঘাটাইলের আনদিপুর গ্রামে রাস্তার বেহাল দশা: এলাকাবাসীর দ্রুত পাকাকরণের দাবি..

আশিকুর রহমান avatar   
আশিকুর রহমান
আশিকুর রহমান, ঘাটাইল টাঙ্গাইল।

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনদিপুর গ্রামের প্রধান সড়কটি এখনো পাকা হয়নি। বছরের পর বছর ধরে রাস্তাটি কাঁচা অবস্থায় পড়ে থাকায় প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী।

 

স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টি হলেই পুরো রাস্তাটি কাদায় পরিণত হয়। নরম মাটির কারণে অটোরিকশা, ভ্যান এমনকি পায়ে হেঁটে চলাফেরা করাও কষ্টকর হয়ে পড়ে। এতে করে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা এবং কর্মজীবী মানুষজন।

 

এলাকার একজন অটোচালক বলেন, “বৃষ্টির সময় গাড়ি চালানো একেবারেই অসম্ভব হয়ে যায়। মাঝেমধ্যে কাদার মধ্যে আটকে গাড়ি ঠেলেও বের করতে পারি না।”

 

এছাড়া রাস্তাটি পাকা না হওয়ায় সামাজিক ও পারিবারিক জীবনে নেতিবাচক প্রভাব পড়ছে। আনদিপুর গ্রামের অনেক পরিবার জানিয়েছেন, গ্রামের রাস্তায় চলাচলের অসুবিধার কারণে আত্মীয়স্বজনরা তাদের বাড়িতে আসতে চান না। এমনকি অনেক বিয়ের অনুষ্ঠানেও সমস্যা সৃষ্টি হচ্ছে। বরযাত্রী আসা-যাওয়ায় বিপত্তি হওয়ায় কিছু ক্ষেত্রে বিয়ের তারিখ পরিবর্তন করতেও বাধ্য হয়েছেন অনেকে।

 

এলাকার তরুণ শাকিল বলেন, “আমরা দ্রুত আমাদের গ্রামের রাস্তা পাকাকরণ দেখতে চাই। এ বিষয়ে এলাকার যুবসমাজ শান্ত এবং আমি মিলে ইতোমধ্যে একাধিকবার আলোচনায় বসেছি এবং উদ্যোগ নিয়েছি।”

 

এলাকাবাসী সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি জোর দাবি জানিয়েছেন—রাস্তাটি দ্রুত পাকা করে তাদের দৈনন্দিন জীবন এবং সামাজিক যোগাযোগের সুবিধা নিশ্চিত করা হোক।

Ingen kommentarer fundet