আন্দিপুর গ্রামের সড়ক পাকাকরণে এক যুগের দাবি, বাস্তবায়ন কোথায়?
টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার ২নং সদর ইউনিয়নের আন্দিপুর গ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি—বটতলা থেকে জামালপুর বটতলা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার কাঁচা সড়কটি পাকাকরণ। এক যুগ ধরে এই দাবিতে সরব থাকলেও এখনো মেলেনি কাঙ্ক্ষিত উন্নয়ন। বর্ষা মৌসুম এলেই সড়কটি কাদায় পরিণত হয়ে যানচলাচল একেবারেই বন্ধ হয়ে পড়ে। এতে আন্দিপুরসহ আশপাশের হাজারো মানুষ প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছেন।
এটি ঘাটাইল শহরের সঙ্গে যোগাযোগের একমাত্র সড়ক হওয়ায় এর গুরুত্ব অনেক বেশি। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধিরা শুধু আশ্বাস দিয়ে যাচ্ছেন, কিন্তু বাস্তব কোনো অগ্রগতি চোখে পড়েনি। এই দুরবস্থার প্রতিবাদে গ্রামবাসী একাধিকবার মানববন্ধন ও বিক্ষোভ করেছেন, কিন্তু ফলাফল—শুধুই প্রতিশ্রুতি।
সাম্প্রতিক ঈদ-উল-আযহার পর এই দাবির পুনরুজ্জীবনে স্থানীয়দের সঙ্গে বৈঠক করেন টাঙ্গাইল জেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়ক মাসুদুর রহমান রাসেল। তিনি বলেন, “আমি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এই রাস্তা পাকাকরণের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সর্বোচ্চ চেষ্টা করব।”
গ্রামবাসীরা বলেন, বৈষম্যহীন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখি, সেই স্বপ্ন বাস্তবায়নের পথে আন্দিপুর সড়ক যেন একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই সরকারের কাছে তাদের স্পষ্ট দাবি—দ্রুত সময়ের মধ্যেই এই সড়কটি পাকাকরণ করে জনদুর্ভোগ লাঘব করতে হবে।