গভীর রাতে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

Gourob Shaha avatar   
Gourob Shaha
****

আই নিউজ বিডি ডেস্ক | রিপোর্ট: গৌরব সাহা

 

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

 

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রবিবার (৮ জুন) দিনগত রাত ১টা ৩০ মিনিটে থাই এয়ারওয়েজের (TG 339) একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

 

এ সময় তার সঙ্গে ছিলেন শ্যালক ডা. নওশাদ খান এবং ছোট ছেলে রিয়াদ আহমেদ।

 

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ সাধারণ যাত্রীর মতোই দেশে এসেছেন। তিনি কোনও প্রটোকল চাননি।”

 

এর আগে, চিকিৎসার উদ্দেশ্যে ৮ মে দিনগত রাত ৩টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে (TG 340) ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator