close

লাইক দিন পয়েন্ট জিতুন!

গাবতলীতে বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট....

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
রাজধানীর গাবতলীতে শাহী মসজিদ সংলগ্ন বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।....

রাজধানীর গাবতলীতে ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনে শাহী মসজিদ সংলগ্ন বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস সদর দফতরের তথ্য অনুযায়ী, বুধবার (৫ মার্চ) দিবাগত রাত ৩টা ৮ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ এক ঘণ্টার চেষ্টায় ভোর ৪টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সালেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, 'আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আটটি ইউনিটের সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।'

তবে, এখন পর্যন্ত আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি বলে জানান তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গেই বস্তির বাসিন্দারা দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করেন। আগুনের ভয়াবহতায় অনেক ঘরবাড়ি পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Nenhum comentário encontrado


News Card Generator