close

লাইক দিন পয়েন্ট জিতুন!

গাবতলীতে বিনামূল্যে বীজ সার ও ডাবের চারা বিতরণ

মিনহাজুল বারী avatar   
মিনহাজুল বারী
****

বগুড়া গাবতলী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্পসারণ দপ্তরের আয়োজনে বিনামূল্যে বীজ ও সার বিতরণ এবং ফল মেলা উদ্বোধন করা হয়েছে। ৩০ জুন সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ইউএনও মোহাম্মদ হাফিজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, টিএইচএ ডাঃ শারমীনা পারভীন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাহারিয়ার, শিবলী খন্দকার, প্রাণি সম্পদ অফিসার রাশেদুল ইসলাম, মাধ্যমিক কর্মকর্তা তারিকুল আলম, সমবায় কর্মকর্তা জয়নুল আবেদীন খান প্রমূখ। উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জুলফিকার আলী হায়দার স্থানীয় সাংবাদিকদের বলেন, ২০২৪-২০২৫ অর্থবছরে রোপা আমন, গ্রীষ্মকালীন পেঁয়াজ, পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন, হাইব্রিট মরিচ, নারিকেল চারা, গ্রীষ্মকালীন সবজি চারা, নিম, বেল ও জামের চারা, কাঁঠাল ও আম ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। শেষে পরিবেশের জন্য ক্ষতিকর ইউক্যালিপ্টাস ও আকাশমনির চারা বিনষ্ট করা হয়।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator