close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

গা'জা'য় যু'দ্ধ থামাতে মিসরের সর্বোচ্চ চেষ্টা: পররাষ্ট্রমন্ত্রীর বার্তা..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
গাজায় ইসরায়েলি হামলা বন্ধ করতে মিসর সমস্ত কূটনৈতিক ও রাজনৈতিক শক্তি প্রয়োগ করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলআত্তি। তিনি বলেন, যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার জন্য সময় অতি প্রয়োজনীয়।..

মিসর গাজার অবরুদ্ধ অঞ্চলে ইসরায়েলি সামরিক অভিযান বন্ধে তার সব শক্তি এবং কূটনৈতিক ক্ষমতা দিয়ে চাপ প্রয়োগ করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলআত্তি।

কায়রোতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আমরা গাজায় চলমান যুদ্ধ থামানোর জন্য আমাদের সর্বোচ্চ রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছি। এই সংকট থেকে উত্তরণে দ্রুত একটি সমঝোতায় পৌঁছাতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।"

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, "গাজার জনসাধারণের জন্য সম্পূর্ণ ও অবিচ্ছিন্ন মানবিক সহায়তার প্রবেশাধিকার এখন সময়ের প্রধান দাবি। ক্ষুধা এবং মানবিক সংকটকে অস্ত্র হিসেবে ব্যবহার করা একেবারেই অগ্রহণযোগ্য।"

মানবিক সংকট গভীর: সীমান্ত সম্পূর্ণ বন্ধ

বাদর আবদেলআত্তি জানান, ইসরায়েল গত ২ মার্চ থেকে গাজার সব সীমান্ত ক্রসিং বন্ধ রেখেছে। এর ফলে প্রায় ২৩ লাখ মানুষের খাদ্য, ওষুধ, জ্বালানি এবং অন্যান্য জরুরি পণ্যের সরবরাহ প্রায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এ অবরুদ্ধ অবস্থা গাজার সাধারণ মানুষের জীবনযাত্রাকে মারাত্মকভাবে প্রভাবিত করছে।

তিনি যুক্ত করেন, "মানবিক সহায়তার অস্বীকৃতি গাজার মানুষের ওপর একটি অমানবিক অবরোধ সৃষ্টি করেছে, যা দ্রুত সমাধানের দাবি রাখে।"

আন্তর্জাতিক পর্যায়ে সমাধানের আহ্বান

মিসর সরকার কূটনৈতিক মাধ্যমে গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য মধ্যস্থতা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি, বিশ্ব সমাজের কাছে তারা একযোগে মানবিক সংকটের অবসান এবং যুদ্ধবিরতি বাস্তবায়নের আহ্বান জানাচ্ছে।

বাদর আবদেলআত্তি বলেন, "গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা সকল পক্ষের প্রতি আহ্বান জানাই যেন তারা সহিংসতা বন্ধ করে সুষ্ঠু সংলাপের পথ গ্রহণ করে।"

Ingen kommentarer fundet