close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ফুলবাড়িতে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু..

abrar Labib avatar   
abrar Labib
কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে নাঈম (১৪) নামে ৮ম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।..

শুক্রবার (১৩ জুন) ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম পানিমাছকুটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ওসি আব্দুস ছালাম। জানা যায়, নিহত নাঈম (১৪) ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল খালেকের ২ ছেলের মধ্যে নাঈম ছোট। শুক্রবার দুপুর ১২টায় বাড়ির পাশে জাম পাড়ার জন্য গাছে ওঠে নাঈম। এক পর্যায়ে পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হয় সে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।

לא נמצאו הערות