ফুলবাড়ী বাজারে নিলিমা জুয়েলার্সে দূধর্ষে স্বর্ণ-রুপার মালামাল চুরি..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
ফুলবাড়ী বাজারে নিলিমা জুয়েলার্সে দূধর্ষে স্বর্ণ-রুপার মালামাল চুরি হয়েছে

সাতক্ষীরার তালার ধানদিয়া ইউনিয়নে ফুলবাড়ী বাজারে নিলিমা জুয়েলার্সে দূধর্ষ চুরি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,  গতকাল মঙ্গলবার (২০ মে '২৫) রাতে ফুলবাড়ী বাজারে নিলিমা জুয়েলার্স ,পোঃ-জয়দ্রুত (জয়) জুয়েলার্সের দোকানে পিছনের চালের টিন কেটে কৌশলে দোকানে প্রোবেশ করে দোকানে রক্ষিত ৩ লক্ষাধিক টাকার স্বর্ণের ও রুপার মালামাল নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

জয়দ্রুত (জয়) এ প্রতিবেদককে জানান, প্রতিদিনের ন্যায় আজ দোকানে এসে দেখি আমার দোকানের চালের টিন কাটা মালামাল ছড়িয়ে ফেলানো। দোকানে রক্ষিত ৩ লক্ষাধিক টাকার স্বর্ণের ও রুপার মালামাল নিয়ে যায়।

এ রিপোর্ট লেখা পর্যান্ত মামলার প্রস্তুতি চলছিল। 

Комментариев нет


News Card Generator