জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশীপুর ইউনিয়নের অনন্তপুর সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও মোবাইলের যন্ত্রাংশ জব্দ করেছে। অভিযানে মালামাল জব্দ করা হলেও পালিয়ে গেছে চোরাকারবারিরা।
তবে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত বিভিন্ন মডেলের ২৮৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ভারতীয় ডিসপ্লের বাজার মূল্য-৮ লক্ষ ৫২ হাজার টাকা। এ ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবীদের তথ্য সংগ্রহ পূর্বক তাদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি জানায়, বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী ফুলবাড়ী উপজেলার অনন্তপুর বিওপি'র টহলদল নাগরাজ নামক স্থানে মঙ্গলবার (১ জুলাই) দুপুরে বিশেষ অভিযান চালায়। এসময় কতিপয় সন্দেহজনক ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে বিজিবি টহল দলের সদস্যরা ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ফেলে রাখা মালামাল গুলো তল্লাশি করে বিভিন্ন মডেলের ২৮৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ভারতীয় ডিসপ্লে উদ্ধার করা হয়।
এ প্রসঙ্গে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার "লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” বলেন, “সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। এছাড়া তিনি স্থানীয় জনগণকে চোরাচালান প্রতিরোধে ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় সহযোগিতা করার আহ্বান জানান।"
close
লাইক দিন পয়েন্ট জিতুন!
Không có bình luận nào được tìm thấy