ফরিদপুর মহানগর যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা, যেখানে আগামী জাতীয় নির্বাচন ঘিরে দলীয় কৌশল, মাঠে সক্রিয়তা এবং জনসম্পৃক্ততা নিয়ে আলোচনা হয়। সভাটি অনুষ্ঠিত হয় শহরের কমলাপুর ময়েজ মঞ্জিল প্রাঙ্গণে, যেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলাদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ।
সভাপতিত্ব করেন ফরিদপুর মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুন। প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, “এখন আর বসে থাকার সময় নয়। প্রতিটি যুবককে মাঠে নামতে হবে। দেশ ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতেই হবে।”
তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য জনগণের ঐক্য গড়ে তোলা এখন সময়ের দাবি। সভায় বক্তারা সরকারের দমন-পীড়নের নিন্দা জানিয়ে বলেন, সাধারণ মানুষের পাশে থেকে আন্দোলন ও নির্বাচনী প্রস্তুতি চালিয়ে যেতে হবে।
সভায় আরও বক্তব্য রাখেন শহর বিএনপির সাবেক সভাপতি রেজাউল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনু, কোতয়ালী বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক নাসিরউদ্দীন মিলার, সাবেক ভিপি লুৎফর রহমান প্রমুখ।
বক্তারা সবাই একযোগে বলেন, বর্তমান সরকার জনগণের অধিকার কেড়ে নিচ্ছে। একমাত্র নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। আগামী দিনে যুবদল হবে মূল চালিকা শক্তি—এই বার্তাও উঠে আসে।
সভা শেষে চৌধুরী নায়াব ইউসুফ শহরের কৈজুরী ইউনিয়নে ট্রাক দুর্ঘটনায় নিহত জুয়েল মোল্যা ও শ্রীবাস মজুমদারের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান। নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এই মতবিনিময় সভাটি ফরিদপুরে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে যেমন উজ্জীবিত করেছে, তেমনি নির্বাচনী মাঠে যুবদলের সক্রিয় ভূমিকার প্রমাণও দিয়েছে।
এ ধরনের সভা মূলত বিএনপির ঘাঁটি এলাকায় নতুন প্রাণসঞ্চার করছে। দলীয় ঐক্য, আন্দোলন ও নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে এর গুরুত্ব অপরিসীম।