ফরিদগঞ্জে সরকারি হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ ওষধ বিতরন।
ফরিদগঞ্জ(চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্হিবিভাগে বিতরন করা হলো মেয়াদ উত্তীর্ণ ওষধ।
জীবন রক্ষাকারী গুরুত্যপূর্ণ্য শিশুদের জন্য এন্টিবায়োটিক সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের মেয়াদ উত্তীর্ণ ওষধ বিতরন করা হয়েছে।
১৬ ই নভেম্বর ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্হিবিভাগে ২১২নং কক্ষের চিকিৎসক শিশু আদিল (৯)কে শারীরিক অসুস্থ্যতাজনিত ডাক্তারের পরামর্শ নিলে, ডাক্তার দেড় চামুচ করে দিনে ২বার ৭দিনের জন্য সিপ্রোসিন সুপারিশ করে প্রেসক্রিপশন লিখে দেয়। শিশু আদিলের মা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মেসীতে গেলে কর্তব্যরত সঞ্জয় ( তার পদবী জানা যায়নি) অক্টোবর২৫ মেয়দ শেষ হওয়া সিপ্রোফ্লক্সাসিন বিতরন করে। আদিলের মা ওষধের মেয়াদ নাই বললে, ধমক দিয়ে তাড়িয়ে দেয় সঞ্জয়।
মেয়াদ উত্তীর্ণ ওষধ বিতরন করার খবর শুনে ভূক্তভোগীরা ভিড় জমান। নাম প্রকাশ নাকরার শর্তে ৬০উদ্ধো বৃদ্ধ বলেন, প্রায় সময় ওষধ চাইলে তারা বলে নাই অথচ কিছু টাকা হাতে মুট করে দিলেই প্যাকট ভর্তি ওষধ দিয়ে দেয়।
জাহানারা (৪৫) বলেন এই ওষধের মেয়াদ শেষ হয়েগেছে গতমাসে , তারা কতগুলো মানুষকে বঞ্চিত করে ওষধগুলোকে মেয়াদ উত্তীর্ন করেছে।
এসময় সরকারী হাসপাতালের ফার্মেসীর ভিতরে গেলে মেয়াদ উত্তীর্ণ ওষধের ক্যাটুন ক্যামেরায় আসে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফামাসিষ্ট্য ফিল্টন বলেন, এটা ভুল হয়েগেছে। আমি সরিয়ে রেখেছিলাম তারা ভুলে দিয়ে ফেলছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আসাদুজ্জামান জুয়েল বলেন, মেয়াদ উত্তীর্ণ ওষধ বিতরন করা শাস্তিযোগ্য অপরাধ। তাদের বিরুদ্ধে প্রয়োজণীয় ব্যবস্থা নেওয়া হবে।



















