close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ফরিদগঞ্জ প্রেসক্লাবে শোকসভা ও দোয়ার আয়োজন

Abdul Kadir  avatar   
Abdul Kadir
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও তিন বারের সফল প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ও তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসভার আয়োজন করেছে ফরিদ..

 

 

 





 খালেদা জিয়ার মৃত্যুতে

ফরিদগঞ্জ প্রেসক্লাবে শোকসভা ও দোয়ার আয়োজন

ফরিদগঞ্জ( চাঁদপুর) 

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও তিন বারের সফল প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ও তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসভার আয়োজন করেছে ফরিদগঞ্জ প্রেসক্লাব। এ উপলক্ষে বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে শোকসভা অনুষ্ঠিত হয়।

ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সাংবাদিকরা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী হিসেবে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে বিশ্বে নতুন ইতিহাস সৃষ্টি করেন। দেশে গণতান্ত্রিক আন্দোলনে তিনি অনন্য অবদান রাখেন। বিএনপির মতো বড়ো একটি রাজনৈতিক দলকে তিনি সুনিপুণ যোগ্যতায় নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়েছেন। তার আন্দোলন সংগ্রাম ও নেতৃত্ব গুণ তাকে রাজনৈতিক অঙ্গনে আপসহীন নেতার মর্যাদায় আসীন করেন। গণতান্ত্রিক রাজনৈতিক ইতিহাসে তিনি স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশের আজকের ক্রান্তিকালে দেশ আন্তর্জাতিকভাবে সমাদৃত এক নেতাকে হারালো।

সাংবাদিকরা আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে আমরা সাংবাদিকরা গভীরভাবে শোকাহত। আমরা প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে শোকাবহ পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

খালেদা জিয়ার জিবদ্দশার স্মৃতি চারণ শেষে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান,সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, আবদুস ছোবহান লিটন, বর্তমান কমিটির সিনিয়র সহসভাপতি এমকে মানিক পাঠান, মশিউর রহমান প্রমুখ।

অনুষ্ঠান শেষে তাঁর আত্মার মাগফেরাত ও দেশবাসীর সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম মো. হাবিবুর রহমান।#

                                    ছবির ক্যাপসন

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফরিদগঞ্জ প্রেসক্লাবে শোকসভা শেষে দোয়ানুষ্ঠানে মুনাজাতরত নেতৃবৃন্দ।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator