ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
স্থান: রামকান্দা জামে মসজিদ
তারিখ: ৭ জুন ২০২৫
রামকান্দা জামে মসজিদ প্রাঙ্গণে ৭ জুন ২০২৫, শনিবার, ঈদুল ফিতরের প্রধান জামাত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শতাধিক ধর্মপ্রাণ মুসল্লি সকাল বেলা ঈদের জামাতে অংশগ্রহণ করেন। মসজিদের ভেতরে স্থান স্বল্পতার কারণে অনেকেই খোলা জায়গায় জামাত আদায় করেন।
নামাজ শুরু হওয়ার আগেই মুসল্লিরা জায়নামাজ বিছিয়ে সারিবদ্ধভাবে বসে পড়েন। সবার পরনে ছিল ঈদের নতুন পোশাক, মাথায় ছিল টুপি—যা ঈদের ভাবগম্ভীর পরিবেশকে আরও আনন্দঘন করে তোলে।
নামাজ শেষে ইমাম সাহেব দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এরপর মুসল্লিরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কোলাকুলি বিনিময় করেন।
স্থানীয় শিশুরা নতুন জামা পরে ঈদের আনন্দে মেতে ওঠে। পুরো আয়োজনটি ছিল অত্যন্ত সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ। মুসল্লিরা মসজিদ কমিটি ও স্বেচ্ছাসেবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এমন সুন্দর আয়োজনের জন্য।



















