ফিলিস্তিনীদের উপর হামলার প্রতিবাদে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক..

Abdul Kadir  avatar   
Abdul Kadir
বিক্ষোভকারীরা ফিলিস্তিনি মুসলমানের ওপর ইসরায়েলি বাহিনীর হত্যাযজ্ঞ, আগ্নেয়াস্ত্র হামলা, অগ্নিসংযোগসহ নানা অপকর্মের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান। অবিলম্বে এই হত্যাযজ্ঞ বন্ধে বিশ্ববাসীকে এগিয়ে আসার আহবা..

 

 

ফিলিস্তিনীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ॥ ইসরায়েলি পণ্য বয়কটের ডাক
ফরিদগঞ্জ প্রতিনিধি:
দখলদার ইসরায়েলের সাম্প্রতিক হামলায় গাজা উপত্যকায় হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে চাঁদপুরের ফরিদগঞ্জের সন্তোষপুর দরবার শরীফ। বুধবার (৯ এপ্রিল ২০২৫) বিকেলে সন্তোষপুর দরবার শরীফের পীর  আলহাজ¦ মাওলানা শাহ্ আব্দুল করীম বিন মুহাম্মদ এর নির্দেশে বিক্ষোভ মিছিলটি ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে উপজেলা গুরুত্বপূর্ণ প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে বাসস্ট্যান্ডে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীরা ফিলিস্তিনি মুসলমানের ওপর ইসরায়েলি বাহিনীর হত্যাযজ্ঞ, আগ্নেয়াস্ত্র হামলা, অগ্নিসংযোগসহ নানা অপকর্মের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান। অবিলম্বে এই হত্যাযজ্ঞ বন্ধে বিশ্ববাসীকে এগিয়ে আসার আহবান জানান তারা। মিছিল থেকে ‘ফিলিস্তিনিদের রক্ত বৃথা যেতে দেব না’, ‘বয়কট বয়কট, ইসরায়েলি পণ্য বয়কট’ ইত্যাদি স্লোগান দেওয়া হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মাকসুদুর রহমান, সন্তোষপুর দরবার শরীফের মুবাল্লিগ মাওলানা সাহাদাত হোসাইন, মাওলানা মুফতি মাঈনুল ইসলাম, মাওলানা সুলতানুল আরেফিন, মাও: মো: সিদ্দিকুর রহমান, মাওলানা খাজা বাকিবিল্লাহ, নায়েবে মুদীর মাওলানা মুহিববুল্লাহ,মাওলানা সিহাব উদ্দিন, মুদীর মাওলানা মুহাম্মদ সাহাদাত হুসাইন ও আলীনুর হোসাইনিয়া সিনিয়র মাদ্রাসার আরবী প্রভাষক মাওঃ মোঃ বেলাল হোসাইন।
বক্তব্য শেষে বিশে^র মুসলিম উম্মাহ’র শান্তি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন
ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতী এইচ এম আনোয়ার মোল্লা।

সন্তোষপুর দরবার শরীফের এ কর্মসূচিতে দল-মত নির্বেশে ধর্মপ্রাণ হাজারো মুসল্লিরা অংশ গ্রহণ করেন।

Tidak ada komentar yang ditemukan