close

লাইক দিন পয়েন্ট জিতুন!

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ভূঞাপুরে বিক্ষোভ মিছিল!

Hady Chakder avatar   
Hady Chakder
****

ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের নারকীয় গণহত্যা বন্ধের দাবিতে টাঙ্গাইলের ভূঞাপুরে 'বাংলাদেশ' ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র ও জনতা। 

সোমবার বিকেলে উপজেলা শহরের প্রধান সড়ক অবরোধ করে এ বিক্ষোভ মিছিল করে ছাত্র, জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের হাজার হাজার মানুষ।

এ সময় তাদের হাতে ফিলিস্তিনের পতাকা ও বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড দেখা যায়। বিক্ষোভ কর্মসূচিতে ইসরাইলের নানা পণ্য বয়কটের আহ্বান জানানো হয়।

একই সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট ও খুনি রক্তপিপাসু নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দেন ছাত্র ও জনতা।

কর্মসূচিতে বক্তারা বলেন, অনতিবিলম্বে মার্কিন মদদে গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাতে হবে এবং বৈশ্বিক পরিমণ্ডলে ফিলিস্তিনের পক্ষে জনমত গঠন ও কূটনৈতিক চাপ সৃষ্টি করতে হবে। আমেরিকান হাই কমিশনারকে তলব করে গণহত্যায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা করার বিষয়ে জবাবদিহি চাইতে হবে। ইসরাইলি পণ্যগুলোকে রাষ্ট্রীয়ভাবে বয়কট করতে হবে এবং তাদের দোসরদের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে।

উল্লেখ্য, গত রোববারের (৬ এপ্রিল) নিহতের সংখ্যাসহ গত অক্টোবর থেকে চলমান ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত ভূখণ্ডটিতে প্রাণহানি প্রায় ৫০ হাজার ৭০০ জনে পৌঁছে গেছে।  

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের নির্বিচারে হামলায় কমপক্ষে ৫০ হাজার ৬৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৩৩৮ জন। তবে সরকারি মিডিয়া অফিস মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ জনেরও বেশি বলে জানিয়েছে। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।

 

No se encontraron comentarios