ফিফা বর্ষসেরা ফুটবলার-২০২৫ ফ্রান্সের মুসলিম তারকা উসমান ডেম্বেলে।..

Bakhtiar S. avatar   
Bakhtiar S.
ক্যারিয়ারে ১ম বারের মতো "ব্যালন ডি'অর" বা ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন এই ফরাসি ফরোয়ার্ড।..

কাতারের রাজধানী দোহায় গত পড়শু জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয় 'ফিফা বর্ষসেরা ২০২৫' নির্বাচন এবং পুরস্কার প্রদান। 

২০২৪-এর ১১ আগস্ট থেকে ২০২৫-এর ২ আগস্ট পর্যন্ত পারফরম্যান্স বিবেচনা করে নির্বাচন করা হয় এবারের এ বর্ষসেরা। এ পুরস্কারের জন্য আগেই যে (৩ জনের) শর্টলিস্ট করা হয়েছিল, তাতে স্পেনের লামিন ইয়ামাল, ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পের সাথে ছিলেন একই দেশের উসমান ডেম্বেলে। 

শেষ পর্যন্ত মোটামুটি প্রত্যাশিতভাবেই বর্ষসেরা মনোনীত হন ২৮ বছর বয়সী কৃষ্ণাঙ্গ মুসলিম ঐ উসমান ডেম্বেলে। প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)-এর এ স্ট্রাইকার ঐ ১ বছরে তার ক্লাবের হয়ে মোট ৩৫ টি গোল করেছেন। আর পিএসজি ঐ সময়টাতে মোট ৪টি শিরোপা জিতেছে; যার মধ্যে ছিল ১ম বারের মতো ইউরোপ সেরার শিরোপা-ও! 

বর্ষসেরা কোচ মনোনীত হয়েছেন ঐ পিএসজির-ই (বস) লুইস এনরিক। এছাড়া বর্ষসেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন ইতালির জিয়ানলুইজি দোনারুমা। 

 

[তথ্যঃ গুগল।]

Tidak ada komentar yang ditemukan


News Card Generator