close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ফেসবুকের লাস্ট ওয়ারনিং: আজহারির পেজ হারানোর শঙ্কা!

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা ড. মিজানুর রহমান আজহারি আবারও ফেসবুকের রেস্ট্রিকশনের কবলে পড়েছেন। তিনি জানিয়েছেন, তার ফেসবুক পেইজের পোস্টের রিচ কমিয়ে দেওয়া হয়েছে এ
জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা ড. মিজানুর রহমান আজহারি আবারও ফেসবুকের রেস্ট্রিকশনের কবলে পড়েছেন। তিনি জানিয়েছেন, তার ফেসবুক পেইজের পোস্টের রিচ কমিয়ে দেওয়া হয়েছে এবং ফেসবুক কর্তৃপক্ষ তাকে লাস্ট ওয়ারনিং দিয়েছে। ফেসবুকের কঠোর বিধিনিষেধ মঙ্গলবার (২৮ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে তিনি বিষয়টি নিশ্চিত করেন। পোস্টে তিনি বলেন, গত ছয় মাস আগের একটি পোস্টের কারণে নতুন করে রেস্ট্রিকশনের শিকার হতে হয়েছে। এ নিয়ে তিনি আগেও একাধিকবার ফেসবুকের বিধিনিষেধের সম্মুখীন হয়েছেন। আজহারি বলেন, ‘নির্যাতিত ভাইদের নিয়ে কথা বলাসহ আরও কিছু বিষয়ে শক্ত অবস্থান নেওয়ায় ইতিপূর্বে ফেসবুক কর্তৃপক্ষ আমার পেজে একাধিকবার রেস্ট্রিকশন দিয়েছে। ভাষা ও শব্দগত বিকৃতি ঘটিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চোখ ফাঁকি দেওয়াটা এখন সহজসাধ্য নয়।’ প্ল্যাটফর্ম হারানোর শঙ্কা তিনি আরও জানান, প্রতিটি রেস্ট্রিকশন মানেই দাওয়াহ প্রচারের এই বড় প্ল্যাটফর্মটি হারানোর ঝুঁকি বেড়ে যাওয়া। এবার ফেসবুক কর্তৃপক্ষ শেষবারের মতো সতর্ক করে বলেছে— আর কোনো নিয়ম লঙ্ঘন হলে পেজটি স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে। তিনি বলেন, ‘আমাদের শুভানুধ্যায়ীরা প্রত্যাশা করেন যে, চলমান প্রতিটি ইস্যুতেই আমরা কথা বলি বা শক্ত অবস্থান গ্রহণ করি। তবে আমাদেরও কিছু সীমাবদ্ধতা রয়েছে। সব কিছু চাইলেও ইচ্ছেমতো বলা বা লেখা সম্ভব নয়।' ফেসবুক ব্রডকাস্ট চ্যানেলে যুক্ত হওয়ার আহ্বান তার ফেসবুক পোস্টে একটি স্ক্রিনশট শেয়ার করেন, যেখানে ফেসবুকের রেস্ট্রিকশন বিষয়ক নোটিশ দেখা যায়। তিনি তার অনুসারীদের ফেসবুকের অফিসিয়াল ব্রডকাস্ট চ্যানেলে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘প্রজেক্ট আলফা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার পরিকল্পনা ছিল। তবে ফেসবুক পোস্টের রিচ যেভাবে কমিয়ে দেওয়া হয়েছে, তাতে জানি না সেই তথ্য আপনাদের কতটুকু পৌঁছাবে। তাই, প্রতি সপ্তাহে জুমার নামাজের পর আমাদের নিয়মিত আপডেটগুলো ম্যানুয়ালি চেক করার অনুরোধ রইল।’ তিনি আরও যোগ করেন, ‘যারা আমাদের প্রতিটি পোস্টের আপডেট সরাসরি মেসেঞ্জারে পেতে চান, তারা আমাদের অফিসিয়াল ফেসবুক ব্রডকাস্ট চ্যানেলে জয়েন করতে পারেন।’ ফেসবুকের নতুন নিয়ম ও ইসলামি দাওয়াহ কার্যক্রম ফেসবুক সাম্প্রতিক সময়ে তাদের কনটেন্ট মডারেশনের নীতিমালা আরও কঠোর করেছে। বিশেষ করে ধর্মীয়, রাজনৈতিক ও স্পর্শকাতর বিষয়ে কঠোর নজরদারি চালাচ্ছে। ইসলামি দাওয়াহ ও নির্যাতিত মুসলিমদের নিয়ে কথা বলার কারণে অনেকেই বিভিন্ন সময় রেস্ট্রিকশনের শিকার হয়েছেন। ড. মিজানুর রহমান আজহারির ফেসবুক পেজের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে। তার অনুসারীরা উদ্বেগের মধ্যে রয়েছেন যে, এই প্ল্যাটফর্মে তার দাওয়াহ কার্যক্রম কতদিন সচল থাকবে। এখন দেখার বিষয়, তিনি কীভাবে এই পরিস্থিতির মোকাবিলা করেন এবং তার বার্তাগুলো কীভাবে শ্রোতাদের কাছে পৌঁছায়।
Nenhum comentário encontrado