close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ফেরাউন যায় নমরুদ আসে, মজলুমের কান্না থামে না , গোলাম মাওলা রনি..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
গোলাম মাওলা রনি বললেন, এক জালেম যায় আরেক জালেম আসে, কিন্তু মজলুমের কান্না থামে না। শেখ হাসিনা, ইউনূস ও বর্তমান সময় নিয়ে তুললেন বিস্ফোরক উদাহরণ।..

এক ফেরাউন যায়, আরেক ফেরাউন আসে — কিন্তু মজলুমের কান্না থামে না: গোলাম মাওলা রনির জ্বালাময়ী বক্তব্যে উত্তাল রাজনীতি

সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ ও জনপ্রিয় কলাম লেখক গোলাম মাওলা রনি আবারো তাঁর সাহসী বক্তব্যে দেশজুড়ে আলোচনার ঝড় তুলেছেন। সোমবার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক বিশ্লেষণধর্মী ভিডিও বার্তায় তিনি বলেন, "যুগের পর যুগ নিত্য নতুন ফেরাউন আসছে—এক জালেম যায়, আরেক জালেম আসে; এক ফ্যাসিস্ট যায়, আরেক ফ্যাসিস্ট এসে দাঁড়ায়। কিন্তু মজলুমের কান্না? সেটি থামে না, বন্ধ হয় না।"

রনি তার বক্তব্যে প্রাচীন ইতিহাস টেনে আনেন। তিনি ফেরাউন রামাসিস এবং নবী হজরত মুসা (আ.)-এর মধ্যকার ন্যায়-অন্যায়ের লড়াইয়ের দৃষ্টান্ত উল্লেখ করে বলেন, “ফেরাউন যখন রাজা ছিলেন, তখনও তার দরবারে হজরত মুসা (আ.) ও হারুন (আ.) দিনের পর দিন আলোচনা করতে পেরেছিলেন। এতটা গণতান্ত্রিক পরিবেশ ছিল। কিন্তু এখনকার তথাকথিত গণতন্ত্রের যুগে কি সেটা সম্ভব?”

তিনি বলেন, “মুসা (আ.) ফেরাউনকে স্পষ্ট করে বলেন, আপনি নবী নন, আপনি মিথ্যাবাদী। আজকে যদি কেউ ড. ইউনূসকে সামনে রেখে প্রশ্ন করে, ‘আপনি কী সত্যিকারের সমাজসেবক, নাকি ভণ্ড?’ তখন কী হবে?”

রনি আরও বলেন, “আজ আমরা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে গালি দিচ্ছি। অথচ তার শাসনামলে সাহস করে সামনে দাঁড়াতে পেরেছিল কজন? তিনি কি রামাসিস ফেরাউনের মতো ছিলেন? না, তুলনা করলেই বোঝা যাবে, তিনি ফেরাউনের একটি পশমও ছিলেন না। তবুও আমরা তার ভয়ে থরথর করে কাঁপতাম। আর এখন আমরা ইউনূসের ভয়ে কাঁপছি। বিষয়টা বড়ই বেদনাদায়ক।”

\রনি বলেন, “বাংলাদেশ, ভারত কিংবা পাকিস্তান—এই উপমহাদেশে বর্তমানে যে ধরনের বিচার-বহির্ভূত কর্মকাণ্ড চলছে, তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। মব সন্ত্রাস, মামলা-মোকদ্দমা, অন্যের সম্পত্তি কেড়ে নেওয়া, এসবের মধ্যে আপনি কোন সভ্যতা বা জমানার চিহ্ন খুঁজে পাবেন?”

তিনি প্রশ্ন তোলেন, “আজ যারা নির্যাতিত, তাদের কান্না কে শুনছে? কে তাদের পাশে দাঁড়াচ্ছে? যুগ পাল্টালেও মজলুমদের অবস্থা যেন বদলায় না। ক্ষমতার পালাবদলে শুধু মুখ বদলায়, মনোবৃত্তি নয়।”

\গোলাম মাওলা রনি স্পষ্ট করে বলেন, “আমরা এক শাসকের ভয়ে কাঁপতে কাঁপতে আরেক শাসকের কাছে আশ্রয় খুঁজি। কেউ এসে আমাদের রক্ষা করবে না। যদি গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র চলে, তাহলে সব কষ্টই বৃথা। যে রাষ্ট্রে মানুষ নিজের কথা বলতেও ভয় পায়, সেখানে কীভাবে ন্যায় বিচার আশা করা যায়?”

তিনি আরও বলেন, “কোনো জাতি যখন সত্যকে ভয় পায়, তখন সেই জাতি ইতিহাসে হারিয়ে যায়। মুসা (আ.) যে সাহসে ফেরাউনের সামনে দাঁড়িয়েছিলেন, সেই সাহস এখনকার রাজনীতিতে নেই।”

\গোলাম মাওলা রনির এই বক্তব্যে স্পষ্ট যে তিনি অতীতের ইতিহাস টেনে এনে বর্তমানকে মূল্যায়ন করেছেন। তাঁর ভাষায়, "একটা জালেম গেলে নতুন একজন আসে। কিন্তু যে সত্যিকারের পরিবর্তন দরকার—ন্যায়বিচার, মানবিকতা, সহনশীলতা—তা আর আসে না। শুধু আসে কান্না, মজলুমের কান্না।"

এই মন্তব্যের মধ্য দিয়ে তিনি শুধু রাজনীতি নয়, গোটা সমাজ কাঠামো ও আমাদের মূল্যবোধের সংকটকে তুলে ধরেছেন—স্পষ্ট, নির্ভীক ভাষায়।

No comments found


News Card Generator