close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ফের মা হচ্ছেন আলিয়া?

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
কান-এর লাল গালিচায় আলিয়া ভাটের দ্বিতীয় লুক সামনে আসতেই চারদিকে হইচই শুরু হয়েছে। কালো অফ-শোল্ডার গাউনে নাকি স্পষ্ট বেবিবাম্প! মাসখানেক আগেই দ্বিতীয় সন্তানের ইঙ্গিত দিয়েছিলেন আলিয়া নিজেই—এবার কি সত্যিই ..

'উপদেষ্টা আসিফ ও মাহফুজের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই'— রাজনৈতিক চক্রান্তের অভিযোগ এনসিপির

রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টাকে কেন্দ্র করে। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মাহফুজ আলম নামের এই দুই উপদেষ্টার সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কোনো সম্পর্ক নেই—এই মর্মে সাফ জানিয়ে দিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (২৪ মে) রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থেকে এ বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

নাহিদ ইসলাম বলেন, “এই দুই ছাত্র উপদেষ্টা গণ-অভ্যুত্থানের প্রেক্ষিতে সরকারের প্রতিনিধি হিসেবে শপথ নিয়েছিলেন। আমি নিজেও সে সময় তাদের সঙ্গে ছিলাম। কিন্তু এখন যদি তারা রাজনীতিতে অংশ নিতে চান কিংবা নির্বাচনে প্রার্থী হতে চান, তবে সেটি সরকারের অংশ হিসেবে সম্ভব নয়। তাদের আগে সরকার থেকে বেরিয়ে আসতে হবে এবং জনগণের কাছে স্বচ্ছভাবে তাদের রাজনৈতিক পরিকল্পনা তুলে ধরতে হবে।”

তিনি আরও বলেন, “আমরা পরিষ্কারভাবে জানাচ্ছি, এই দুই উপদেষ্টার সঙ্গে আমাদের দলের কোনো সাংগঠনিক বা রাজনৈতিক সম্পর্ক নেই। অথচ ইদানীং কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের এনসিপির সঙ্গে যুক্ত করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এটি এক ধরনের অপপ্রচার এবং তাদের ব্যক্তিগতভাবে হেয় করার ষড়যন্ত্র।”

নাহিদ ইসলাম এই প্রচারকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে বলেন, “আমরা বিশ্বাস করি—এই ধরনের প্রচারণা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করে এবং গণ-আন্দোলনের প্রকৃত উদ্দেশ্যকে বিকৃত করে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।”

তিনি আশা প্রকাশ করেন, গণ-আন্দোলনের যে আকাঙ্ক্ষা ও বৈধতা নিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, তা বাস্তবায়নে সকল উপদেষ্টারা সম্মিলিতভাবে কাজ করবেন। তিনি বলেন, “যদি কেউ সরকারের অংশ হয়ে রাজনৈতিক সুবিধা নিতে চায়, তা হলে সেটা বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছু নয়।”

এদিকে নাহিদ ইসলাম বলেন, “এই অস্থির সময়ে জাতির প্রয়োজন একটি সুপরিকল্পিত রোডম্যাপ—যেখানে বিচার, সংস্কার ও নির্বাচন একই সূত্রে গাঁথা থাকবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আহ্বান জানাচ্ছি, তিনি যেন অবিলম্বে এই তিনটি ধাপের নির্দিষ্ট রূপরেখা প্রকাশ করেন।”

তিনি বলেন, “আমরা চাই—জুলাই অভ্যুত্থানের বিচার, অতীতের অনিয়মের তদন্ত এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব পক্ষকে নিয়ে একটি যৌথ প্রক্রিয়া শুরু হোক। কেবলমাত্র নির্বাচন দিয়ে নয়, বিচার ও সংস্কার প্রক্রিয়াকেও সমান গুরুত্ব দিতে হবে।”

এনসিপির আহ্বায়ক আরও বলেন, “আমরা আশা করি, সেনাবাহিনী যেসব কর্মকর্তার বিরুদ্ধে গুম ও খুনের অভিযোগ আছে, তাদের বিষয়ে স্পষ্ট অবস্থান নেবে। এতে জনগণের আস্থা বাড়বে।”

নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, “বর্তমান নির্বাচন কমিশন জনগণের আস্থা হারিয়েছে। তারা যদি নিরপেক্ষতা ফিরিয়ে আনতে না পারে, তবে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”

সর্বশেষে তিনি বলেন, “আমরা চাই, জুলাইয়ের নির্ধারিত সময়ের মধ্যেই একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক রাজনৈতিক সমঝোতায় পৌঁছানো হোক। রাজনৈতিক দলগুলোকে আমরা দায়িত্বশীল আচরণের আহ্বান জানাই। এই সংকট রাজনৈতিক প্রজ্ঞা ও নেতৃত্বের মাধ্যমেই সমাধান সম্ভব।”

No comments found


News Card Generator