নিজস্ব প্রতিবেদক:
ফেনী জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য মেসবাহ মিয়াজীর উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার শাব্বির, ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দেলু, সাধারণ সম্পাদক নুর নবী মেম্বার, সাংগঠনিক সম্পাদক কামাল মজুমদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দোলন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুবায়ের হোসেন এবং ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নোমানুল হক নোমান।
বক্তারা বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তাঁর আদর্শ অনুসরণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।



















