close
লাইক দিন পয়েন্ট জিতুন!
ফেব্রুয়ারির মাঝামাঝি রাজনৈতিক দলের সাথে বসতে চায় সরকার, আসিফ নজরুলের নতুন ঘোষণা!


ঢাকা, ৮ ফেব্রুয়ারি ২০২৫: সরকারের পক্ষ থেকে সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আগামী ফেব্রুয়ারি মাঝামাঝি সময়ে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে অনুষ্ঠিত এক মিডিয়া ব্রিফিংয়ে সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল এ কথা বলেন।
তিনি জানান, ‘ছয়টি সংস্কার কমিশনের প্রতিবেদন ইতোমধ্যে অনলাইনে প্রকাশ করা হয়েছে এবং কমিশনগুলো বিভিন্ন স্তরে সংস্কারের প্রস্তাব দিয়েছে। কিছু প্রস্তাব দীর্ঘমেয়াদী, যেগুলো নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে, তবে কিছু সংস্কার রয়েছে যা নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সম্মতিতে বাস্তবায়িত হবে।’
আসিফ নজরুল আরও বলেন, ‘মধ্যমেয়াদি সংস্কারের প্রস্তাবগুলোর বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর রাজি হওয়ার উপর নির্ভর করবে। আমরা আশা করছি, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু হবে। যদি তারা মনে করেন, রোজার মাসে আলোচনার জন্য প্রস্তুত থাকবেন, তাও হতে পারে।’
তিনি জানান, চলতি বছরের ডিসেম্বর বা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। ‘এটা প্রধান উপদেষ্টা ও আমাদের প্রেস সচিবের পক্ষ থেকে বারবার বলা হয়েছে। নির্বাচন ডিসেম্বরের শেষদিকে অথবা জুনের আগেই হতে পারে। বর্ষার মৌসুম মাথায় রেখে জুনের আগে এপ্রিলে অথবা মার্চেও নির্বাচনের সম্ভাবনা রয়েছে।’
এক প্রশ্নের উত্তরে আইন উপদেষ্টা বলেন, ‘রাজনৈতিক দলগুলো যে দ্রুত নির্বাচন চায়, এটি তাদের অধিকার। তবে শিগগিরই নির্বাচন হবে কিনা, তা নিয়ে কোনও নির্দিষ্ট সিদ্ধান্ত নেয়া হয়নি।’
তিনি আরো বলেন, ‘বর্তমানে সরকারের সহনশীলতা, অবাধ মত প্রকাশের পরিবেশ এবং গণতান্ত্রিক চর্চার প্রতি শ্রদ্ধাবোধের কারণে কিছু মানুষ রাজনৈতিক কর্মসূচি নিয়ে এগিয়ে আসছে। এই আন্দোলন হচ্ছে পতিত স্বৈরাচারের লোকজনের পক্ষ থেকে।’
এ সময় ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
לא נמצאו הערות