close

লাইক দিন পয়েন্ট জিতুন!

ফারাক্কা দিবস এক ঐতিহাসিক ও তাৎপর্যময় দিন : ইলিয়াস হোসেন মাঝি ..

Md Azim Hossen avatar   
Md Azim Hossen
****

ফারাক্কা দিবস এক ঐতিহাসিক ও তাৎপর্যময় দিন : ইলিয়াস হোসেন মাঝি 

মোঃ আজিম হোসেন 

তরুণ রাজনীতিবিদ ও নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি শুক্রবার এক সাক্ষাৎকারে বলেন, ফারাক্কা দিবস এক ঐতিহাসিক ও তাৎপর্যময় দিন। ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য হুমকি স্বরূপ। আজ থেকে ৪৯ বছর আগে অবিসংবাদিত মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ডাকে সাড়া দেশ থেকে লাখো জনতা ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত গঙ্গা নদীর পানি আন্তর্জাতিক আইন অনুযায়ী ন্যায্য হিস্যা আদায়ের সংগ্রামে ফারাক্কা অভিমুখে ঐতিহাসিক মিছিল লংমার্চে অংশ নেন। সাবেক এ ছাএনেতা বলেন, ভারতের ফারাক্কা বাঁধের বিরুপ প্রভাবে বাংলাদেশের প্রায় ছয় কোটি মানুষ নানা সংকটে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নদীতে পানি শূন্যতা ও সেচ সংকটে বিপর্যস্ত হয়েছে কৃষি ও পরিবেশ। নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি আরো বলেন, ফারাক্কার কারনে গঙ্গা কপোতাক্ষ প্রকল্পে পানির ঘাটতিতে ৬৫ শতাংশ এলাকায় সেচ কার্যক্রম মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে। উজান থেকে স্বাদু পানির প্রবাহ কমে যাওয়ায় দক্ষিণ অঞ্চলের লবনাক্ত বেড়ে গেছে। যার ফলে মাটির উর্বরতা কমে এসেছে। বিশেষ করে বরেন্দ্র অঞ্চলের শতভাগ অগভীর নলকূপ এবং অনেক এলাকায় গভীর নলকূপ অকেজো হয়ে পড়েছে। আর্সেনিক দূষণের কারণে অনেক এলাকায় নলকূপের পানি পান যোগ্য নেই।

Aucun commentaire trouvé