close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

এসপিকে দেওয়া মুচলেকাও উপেক্ষিত করে আমতলীতে কৃষকের ধান কেটে নিয়েছে ভূমি দস্যুরা..

MD .KHALED MOSHARRAF SHOHEL avatar   
MD .KHALED MOSHARRAF SHOHEL
জেলা প্রতিনিধি,বরগুনা ।। 
বরগুনার আমতলীতে ভূমি দস্যুরা কৃষকের ধান কেটে নিয়েছে। বরগুনায় ভূমি দস্যুরা কৃষকের ধান কেটে নিয়েছে
বরগুনা পুলিশ সুপারকে জমি দখল না করার মুচলেকা দিলেও আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের পশ্চিম সোনাখালী গ্রামে কৃষক আব্দুল মন্নান আকনের ধান কেটে নিয়েছে সেই স্থানীয় ভূমি দস্যুরা। শুধু ধান নিয়েই  খ্যান্ত হয়নি, পুলিশকে জানালে তাকে হত্যা করার হুমকিও দেওয়া হয়েছে। ভয়ের কারণে ওই কৃষক গত দুই দিন ঘর ধরে থেকে বের হতে পারেননি।
আব্দুল গাফফার ২৬ শতাংশ জমি ৩ জুলাই মোস্তফা আনোয়ার চৌধুরীর কাছ থেকে ক্রয় করেন। ওই জমিতে তার বাবা আব্দুল মন্নান আকন আমন ধান রোপণ করেছিলেন।
স্থানীয় ভূমি দস্যু রাসেল প্যাদা, মাহতাব প্যাদা, আলতাফ খাঁন, সামসুল হক মৃধা ও মনির আকন চাঁদা দাবি করেছিলেন। টাকা না দেওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে জমি জোরপূর্বক দখল করে।
কৃষক ২ অক্টোবর বরগুনা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেন। পুলিশ তদন্তে ভূমি দস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। এরপরও তারা মুচলেকা উপেক্ষা করে হার্বেস্টার মেশিন দিয়ে ধান কেটে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।
মাহতাব প্যাদা ধান কেটে নেওয়ার কথা স্বীকার করে বলেন, জমি তার ভাই রাসেল চাষাবাদ করেছে এবং স্থানীয় মিমাংশায় চাষাবাদের খরচ বাবদ অর্থ না দেওয়ায় ধান কেটে নেওয়া হয়েছে।
আমতলী থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গির হোসেন বলেন, ক্ষতিগ্রস্থ কৃষক অভিযোগ দিলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
 
Keine Kommentare gefunden


News Card Generator