আজ ১৩ মে ২০২৫, এসএসসি পরীক্ষা ২০২৫-এর শেষ দিনে সারা দেশের মতো দক্ষিণ কেরানীগঞ্জেও ছিল এক উৎসবমুখর পরিবেশ। দক্ষিণ কেরানীগঞ্জের বাঘাপুর স্কুল এন্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখা যায়, পরীক্ষার্থীদের মাঝে ছিল স্বস্তি, আনন্দ এবং অভিভাবকদের মুখেও ছিল সন্তুষ্টির ছাপ।
পরীক্ষা শেষে শিক্ষার্থীরা জানায়, তারা আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দিয়েছে এবং প্রশ্নপত্র ছিল সিলেবাস অনুযায়ী ও সহজবোধ্য। এক শিক্ষার্থী জানান, “সারা বছর কঠোর পরিশ্রম করেছি। আজ শেষ দিনে ভালোভাবে পরীক্ষা দিতে পেরে খুব হালকা লাগছে।”
সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন অভিভাবকরাও। তারা বলেন, কেন্দ্রের নিরাপত্তা, সময়মতো পরীক্ষা শুরু এবং শিক্ষার্থীদের সুবিধা নিশ্চিত করতে কর্তৃপক্ষ প্রশংসনীয় ভূমিকা রেখেছে। বিশেষ করে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির নির্দেশনায় মাসব্যাপী কেরানীগঞ্জ ছাত্রদলের উদ্যোগে অভিভাবকদের জন্য পানি, বিস্কুট, মেডিকেল সার্ভিস এবং শৌচাগারের সুব্যবস্থা ছিল — যা তাদের স্বস্তি দিয়েছে।
এই মহতী উদ্যোগে সার্বিক সহায়তা করেছেন কেরানীগঞ্জ মডেল থানার সাবেক ছাত্রদল সভাপতি শাহরিয়ার রাসেল শুভ্র এবং যুবদল নেতা সেলিম মাহমুদ। উপস্থিত অভিভাবকরা এ ধরণের সামাজিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় রাখার আশা প্রকাশ করেন।
কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা জানান, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। কেন্দ্র সচিব বলেন, “শৃঙ্খলা বজায় রেখে আমরা পরীক্ষা শেষ করতে পেরেছি — এটি আমাদের সকলের সম্মিলিত প্রয়াসের ফল।”
পরীক্ষা শেষে শিক্ষার্থীদের মধ্যে ছিল আনন্দ, হাসি এবং আগামীর স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয়।