close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

এসআলম কারখানা থেকে আ.লীগ নেতা গ্রেপ্তার

Imran Hossain avatar   
Imran Hossain
****

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রকৌশলী হাসমত আলীকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৭) এপ্রিল বিকেল সাড়ে পাঁচটায় উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের এসআলম সুগারমিল কারখানা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি এস আলম সুগার মিলে তিনি দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন।

গ্রেপ্তারকৃত প্রকৌশলী হাসমত আলী কর্ণফুলী উপজেলার শিকলবাহা ৬ নম্বর ওয়ার্ডের ইছহাক মেম্বারের ছেলে।

তিনি দীর্ঘদিন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক দায়িত্ব পালন করেন এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অনুসারী।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, গ্রেপ্তারকৃত হাসমত ৪টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

No se encontraron comentarios