close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

এনসিপির প্রধান সমন্বয়কারী হলেন বিএনপি নেতা

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩১ সদস্যের কুমিল্লা জেলা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আক্তার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এ কমিটি অনুমোদন করেন..

তিনি ছিলেন লাকসাম নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজের ছাত্রদলের সাবেক সভাপতি, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি, দক্ষিণ জেলা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য।

বুধবার রাতে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে কুমিল্লা জেলা সমন্বয় কমিটির তালিকা প্রকাশ করেন এনসিপির যুগ্ম সদস্য সচিব দপ্তর সালেহ উদ্দিন সিফাত। এছাড়াও আরো পাঁচজনকে যুগ্ম সমন্বয়কারী হিসেবে উল্লেখ করা হয়েছে। সদস্য হিসেবে রাখা হয়েছে আরো ২৫ জনকে।

কমিটিতে যুগ্ম সমন্বয়কারীরা হলেন, সৈয়দ আহ্বান টিটু, শরীফুজ্জামান, ব্যারিস্টার মাজহারুল ইসলাম, জাহিদুল ইসলাম সরকার, ইব্রাহিম খালিদ হাসান।

অন্যান্য সদস্যরা হলেন, জামাল হোসেন, জাকারিয়া শরীফ, মীর হাসিব মাহমুদ, ফজলে এলহি রুবেল, রাসেল ভূইয়া, ওয়ালিউল্লাহ শিশির, লতা সরকার, কাজি নাহিদ হোসাইন, নজরুল আমীন, খোদাদাদ ওমর ভূঁইয়া অনিক, মাসুদ রানা, এনামুল হক, শ্রাবণী চৌধুরি।

কমিটি ঘোষণার এক ঘণ্টা পর আব্দুর রহিম জুয়েল ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন। তিনি বলেন, এনসিপির নেতৃত্বে আমার নামে কমিটির বিষয়টি ভুয়া। দয়া করে গুজবে কান দিবেন না।

এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য হাফসা জাহান বলেন, উনি আগে বিএনপি করত। এখন এনসিপির কুমিল্লা জেলা প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। নবগঠিত কুমিল্লা জেলা প্রধান সমন্বয়কারী আব্দুর রহিম জুয়েলকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

No comments found


News Card Generator