এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ এনসিপির ৪ সদস্যের প্রতিনিধিদল যমুনায়..

সুভাষ মজুমদার avatar   
সুভাষ মজুমদার
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য যমুনায় প্রবেশ করেছে।..

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন মুখ্য সংগঠক (দক্ষিণ) হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। বৈঠকটি রাত ৮টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা ছিল।
এর আগে এক বিবৃতিতে এনসিপি জানায়, তারা প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করবেন।
এর আগে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দল রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন বিষয়ে আলোচনা করে। দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ ও মঈন খান।
এরপর রাত ৮টায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান এবং নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। তাদের আলোচ্য বিষয়ও ছিল জাতীয় নির্বাচন

Không có bình luận nào được tìm thấy


News Card Generator